Site icon Jamuna Television

অর্থ আত্মসাৎ মামলায় সাঈদীর বিচার শুরু

অর্থ আত্মসাতের মামলায় মানবতাবিরোধী অপরাধের দায়ে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীসহ ছয় জনের বিচার শুরু হয়েছে।

আজ সোমবার অভিযোগ গঠনের মধ্য দিয়ে তাদের বিচার শুরু হয়েছে। এ বিষয়ে সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ১৭ ফেব্রুয়ারি দিন ঠিক করেছেন আদালত।

চার্জ গঠনের শুনানি হয়, পুরান ঢাকার বকশীবাজারের আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত অস্থায়ী বিশেষ জজ আদালত-১ এর বিচারক সৈয়দা হোসনে আরার আদালতে। এর আগে মামলার প্রধান আসামি দেলাওয়ার হোসাইন সাঈদীকে কাশিমপুর কারাগার থেকে আদালতে হাজির করা হয়। দেলাওয়ার হোসাইন সাঈদী বাদে অন্য আসামিদের মধ্যে দুইজন পলাতক ও তিনজন জামিনে রয়েছেন।

ইউএইচ/

Exit mobile version