Site icon Jamuna Television

ভোট ডাকাতি করেছে বলেই যেকোনো নির্বাচন বিএনপির কাছে কারচুপিপূর্ণ মনে হয়: নানক

বিএনপি নির্বাচনে কারচুপি, ভোট ডাকাতি করেছে বলে এখন যেকোনো নির্বাচনকেই তাদের কাছে কারচুপিপূর্ণ মনে হয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক।

সোমবার দুপুরে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসের আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

নির্বাচন নিয়ে বিএনপি নানা ধরনের অভিযোগ করে আসছে মন্তব্য করে নানক বলেন, নির্বাচন কমিশনের পদত্যাগ দাবি করছে কিন্তু তারা ভুলে গেছেন নির্বাচন ও গণতান্ত্রিক ব্যবস্থা ধ্বংস করেছে বিএনপি। যখন বাংলাদেশের উন্নয়ন ও অগ্রযাত্রার প্রশংসায় সারা বিশ্ব, তখন দেশের কোনো উন্নয়নই চোখে পড়ে না বিএনপির।

ইউএইচ/

Exit mobile version