Site icon Jamuna Television

টিজার দিয়েই রেকর্ড গড়লো ‘কেজিএফ চ্যাপ্টার ২’

নতুন বছরে মুক্তি পাচ্ছে কন্নড় সিনেমা ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় বাজেটের সিনেমা ‘কেজিএফ: চ্যাপ্টার ২’। সিনেমাটির শুটিং এরইমধ্যে শেষ হয়েছে। পরিচালক ঘোষণা দিয়েছিলেন শুক্রবার ৮ জানুয়ারি সকালে অভিনেতা ইয়াশের জন্মদিন উপলক্ষে রিলিজ করা হবে সিনেমাটির টিজার।

কিন্তু তা না করে নির্ধারিত সময়ের আগেই ৭ জানুয়ারি বৃহস্পতিবার রাতে কেজিএফ: চ্যাপ্টার ২ সিনেমার টিজার প্রকাশ করা হয়। ভক্তদের চাহিদা মেটাতে চমক হিসেবে আগেই এই ছবির টিজারটি অবমুক্ত করা হয়। এরপর একের পর এক রেকর্ড গড়ছে এটি।

মুক্তির পর এই টিজার বিশ্ব রেকর্ড গড়েছে। ২৪ ঘণ্টায় ইউটিউবে সবচেয়ে বেশিবার দেখা টিজার এখন এটি। এছাড়া একদিনে সবচেয়ে বেশিবার দেখা ভিডিওর তালিকায় এটি পঞ্চম স্থানে রয়েছে। ইউটিউব ট্রেন্ডেও শীর্ষে এই টিজার।

কেজিএফ টু’ সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন যশ। এছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন- সঞ্জয় দত্ত, শ্রীনিধি শেঠি, অচ্যুত কুমার, নাসের, অনন্ত নাগ, রাভিনা ট্যান্ডন প্রমুখ।

ইউএইচ/

Exit mobile version