Site icon Jamuna Television

গাংনীতে ১শ’ পিস ইয়াবাসহ আটক ১

মেহেরপুর প্রতিনিধি :

মেহেরপুরের গাংনী উপজেলার রামনগর থেকে ১শ’ পিস ইয়াবাসহ লিখন মিয়া (২৭) নামের একজনকে আটক করেছে ডিবি পুলিশ।

আজ সোমবার সন্ধ্যায় মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল এ অভিযান চালায়। আটক লিখন মিয়া গাংনী উপজেলার চরগোয়াল গ্রামের আনোয়ার হোসেনের ছেলে। সে একজন মাদক ব্যবসায়ী বলে জানিয়েছে ডিবি।

অভিযানের নেতৃত্বে ছিলেন ডিবি এসআই অজয় কুমার কুণ্ডু। তিনি জানান, ইয়াবা পাচারের গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এ সময় ১শ’ পিস ইয়াবাসহ হাতেনাতে আটক করতে সক্ষম হয় আমাদের অভিযান দলটি।

তিনি বলেন, আটক লিখনের নামে মামলা দায়েরপূর্বক গাংনী থানায় সোপর্দ করা হয়েছে। ওই মামলার আসামি হিসেবে মঙ্গলবার তাকে মেহেরপুর আদালতে সোপর্দ করবে গাংনী থানা।

ইউএইচ/

Exit mobile version