মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ক্ষমতা থেকে অপসারণে প্রস্তাব প্রতিনিধি পরিষদে উত্থাপন করা হয়েছে। স্থানীয় সময় সোমবার কংগ্রেসে এই প্রস্তাব উত্থাপন করা হয়।
এ সময় হাউজ স্পিকার ন্যান্সি পেলোসি সংবিধানের ২৫তম সংশোধনী প্রয়োগ করে ট্রাম্পকে ক্ষমতা থেকে অপসারণে প্রস্তাব রাখেন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের কাছে। ২৫তম সংশোধনী প্রয়োগ করে ট্রাম্পকে অপসারণ না করা হলে অভিশংসনের হুমকি দেয়া হয়।
এদিকে, ক্যাপিটল হিলে হামলায় উসকানির অভিযোগে প্রেসিডেন্টের পদত্যাগ দাবি করেছেন রিপাবলিকান নেতারাও।
ইউএইচ/

