Site icon Jamuna Television

করোনা টিকার দ্বিতীয় ডোজ গ্রহণ করেছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন

করোনা টিকার দ্বিতীয় ডোজ গ্রহণ করেছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সোমবার ডেলাওয়ারে ফাইজার বায়োএনটেকের ভ্যাকসিন নিয়েছেন তিনি।

টিকা গ্রহণের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে জানান, শিগগিরই কোভিড মোকাবেলায় পূর্ণাঙ্গ পরিকল্পনা প্রকাশ করবেন। ক্ষমতাগ্রহণের প্রথম ১শ’ দিনে ৫০ মিলিয়ন মার্কিনীকে টিকা কর্মসূচির আওতায় আনা হবে বলে আশাবাদ জানান তিনি। স্বাস্থ্য বিশেষজ্ঞদের পরামর্শ মেনে চলতে জনগণের প্রতি আহ্বান জানান তিনি।

উল্লেখ্য, গত মাসে করোনা টিকার প্রথম ডোজ নেন বাইডেন।

Exit mobile version