Site icon Jamuna Television

ভারতে শুরু হলো করোনা ভ্যাকসিনের বণ্টন, দাম ডোজপ্রতি ২শ’ রুপি

ভারতে শুরু হলো করোনা ভ্যাকসিনের বণ্টন। কলকাতাসহ দেশটির ১৩ শহরে এরমধ্যেই পাঠানো হয়েছে সেরাম ইনস্টিটিউটের ভ্যাকসিন।

কড়া নিরাপত্তার মধ্য দিয়ে পুনে থেকে মঙ্গলবার ভোরে শুরু হয় টিকার প্রথম ব্যাচের বণ্টন। তাপমাত্রা নিয়ন্ত্রণকারী ৩টি ট্রাকে করে টিকা পৌঁছে দেয়া হয় বিমানবন্দরে। প্রথম ধাপে দিল্লি, কলকাতা, চেন্নাই, হায়দ্রাবাদ, ভূবনেশ্বর, আহমেদাবাদ, গুয়াহাটি, শিলংসহ সরবরাহ করা হয় ১৩ শহরে। সড়কপথে পাঠানো হবে মুম্বাইয়ে। এরইমাঝে, টিকা পৌঁছেছে রাজধানী দিল্লিতে।

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সসেরাম উৎপাদিত কোভিশিল্ড ভ্যাকসিনের ১ কোটির বেশি ডোজ অর্ডার করেছে ভারত সরকার। এপ্রিল নাগাদ ৫ কোটি ৬০ লাখ ডোজ সংগ্রহের লক্ষ্য দেশটির। দাম নির্ধারিত হয়েছে ডোজপ্রতি ২শ’ রুপি।

Exit mobile version