Site icon Jamuna Television

রাজধানীতে ফেসবুক হ্যাক করে প্রতারণার অভিযোগে ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ

রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ফেসবুক হ্যাক করে প্রতারণার অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে গোয়েন্দা সাইবার এন্ড স্পেশাল ক্রাইম বিভাগ।

মঙ্গলবার সকালে এ সংক্রান্ত ব্রিফ করেন ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার এ কে এম হাফিজ আক্তার।

পুলিশ জানায়, বিখ্যাত ব্যক্তিদের ছবি ব্যবহার করে ফেইক আইডি খোলাসহ দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র তাপসের নামে ফেইক আইডি খুলে চাকুরী দেওয়ার কথা বলে ৫০ হাজার টাকা পর্যন্ত টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে শাহবাগ থানায় একটি মামলা দায়ের করা হয়। তারপরই এই চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দারা।

এছাড়া লালবাগ থানার একটি মামলায় আরেক ফেসবুক আইডি হ্যাকারকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্ত হ্যাকার ইনবক্সে ফিসি লিংক পাঠিয়ে ভুক্তভোগীর ফেসবুক আইডি নিজের দখলে নিয়ে নেয়। পরে এটা দিয়ে নানাভাবে ব্ল্যাকমেইল করে।

Exit mobile version