Site icon Jamuna Television

টেস্টে সেরা পাঁচ অলরাউন্ডারের তালিকায় সাকিবের স্থান চারে

টেস্ট ক্রিকেটে নিজের অবস্থান আরও মজবুত করেছে নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন। ৯১৯ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে এই ব্যাটসম্যান। তালিকার দুই নম্বরে উঠে এসেছে অজি ক্রিকেটার স্মিথ। সদ্য শেষ হওয়া সিডনি টেস্টের দুই ইনিংসে সেঞ্চুরি ও হাফসেঞ্চুরি করায় ৯০০ পয়েন্ট নিয়ে দুই নম্বর স্থানটি দখল করেছে স্মিথ। আর প্রথম টেস্ট শেষ করে পিতৃীকালিন ছুটিতে দেশে ফেরায় ৮৭০ পয়েন্ট নিয়ে ভিরাট নেমে গেছেন তিনে।

টেস্ট অলরাউন্ডারদের তালিকায় সাকিব আল হাসান স্থান পেয়েছে চার নম্বরে। ৩৬৬ পয়েন্ট নিয়ে টপ ফাইভে জায়গা করেছেন সাকিব। এদিকে অলরাউন্ডারদের তালিকায় সবার উপরে রয়েছেন ইংল্যান্ডের বেন স্টোকস। জেসন হোল্ডার তিন নম্বরে আর রভিন্দ্র জাদেজা রয়েছে তালিকার দুইয়ে।

বোলারদের তালিকায় সবার উপরে রয়েছেন অস্ট্রেলিয়ান পেট কামিন্স আর দুইয়ে রয়েছেন স্টুয়ার্ড ব্রড। এই তালিকায় নেই কোন বাংলাদেশী বোলারের নাম।

এদিকে টেস্ট রেটিংয়ে উন্নতি হয়েছে পাকিস্তানের বাবর আজম, ভারতের চেতশ্বর পূজারার।

Exit mobile version