Site icon Jamuna Television

মাদক মামলায় পাপিয়া দম্পতির আনুষ্ঠানিক বিচার শুরু

মাদক মামলায় যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী শামীমা নূর পাপিয়া ও তার স্বামী মফিজুর রহমান সুমনের আনুষ্ঠানিক বিচার শুরু হয়েছে।

আজ মঙ্গলবার ঢাকার অতিরিক্ত ৮ম মহানগর দায়রা জজ আমিরুল ইসলাম অভিযোগ গঠন করেন। এ সময় আসামিরা নির্দোষ দাবি করে ন্যায়বিচার কামনা করেন।

গত বছরের ২২ ফেব্রুয়ারি হোটেল ওয়েস্টিন থেকে পাপিয়া এবং শাহজালাল বিমানবন্দর থেকে স্বামীসহ চারজনকে গ্রেফতার করে র‍্যাব। গ্রেফতার অন্যরা হলেন- সাব্বির খন্দকার ও শেখ তায়্যিবা। সেসময় তাদের কাছ থেকে সাতটি পাসপোর্ট, নগদ দুই লাখ ১২ হাজার ২৭০ টাকা, ২৫ হাজার ৬০০ টাকার জাল মুদ্রা, ১১ হাজার ৯১ ইউএস ডলারসহ বিভিন্ন দেশের মুদ্রা জব্দ করা হয়।

গত বছরের ১০ সেপ্টেম্বর শেরেবাংলা নগর থানার মাদক মামলায় পাপিয়া দম্পতির বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা।

ইউএইচ/

Exit mobile version