Site icon Jamuna Television

কুড়িগ্রামে মাকে হত্যার দায়ে পুত্রের মৃত্যুদণ্ড

কুড়িগ্রাম প্রতিনিধি :

দ্বিতীয় বিবাহে সম্মতি না দেয়ায় নিজের মাকে হত্যাকারী পুত্র মন্তাজুল আলম (৩৬) নামে এক যুবকের মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন কুড়িগ্রাম বিজ্ঞ জেলা ও দায়রা জজ আদালত।

মঙ্গলবার দুপুরে এই ফাঁসির আদেশ দেন কুড়িগ্রামের বিজ্ঞ জেলা ও দায়রা জজ আব্দুল মান্নান।

ঘটনার বিবরণে জানা যায়, মন্তাজুল আলম বেকার ও মাদকাসক্ত থাকায় তার প্রথম স্ত্রী সংসার না করেই তালাক দিয়ে চলে যায়। গতবছর মার্চ মাসে মন্তাজুল আলম দ্বিতীয় বিয়ে করার জন্য তার মা মেহেরজান ওরফে মিনুকে জানায়। ছেলের দ্বিতীয় বিয়েতে সম্মতি না দেয়ায় ঘরের মধ্যে নামাজরত অবস্থায় মন্তাজুল আলম তার মাকে দেশীয় অস্ত্র কুড়াল দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে হত্যা করে। এ ঘটনা আসামি মন্তাজুল আলমের পিতা সোলায়মান আলী বাদি হয়ে রাজারহাট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট এসএম আব্রাহাম লিংকন এবং আসামি পক্ষের লিগ্যাল এইড নিযুক্ত আইনজীবী অ্যাডভোকেট এরশাদুল হক চৌধুরী শাহিন মামলা পরিচালনা করেন।

ইউএইচ/

Exit mobile version