Site icon Jamuna Television

করোনা মুক্ত উইন্ডিজ দল

গত ১০ জানুয়ারি ঢাকায় পৌঁছেছেই কোরেন্টাইনে যেতে হয়েছে ওয়েস্ট ইন্ডিজ জাতীয় দলের ক্রিকেটারদের। এর পরের ৪৮ ঘন্টায় তারা হোটেল রুম থেকেও বের হননি। এখন পর্যন্ত গণমাধ্যমের সাথেও কোন কথা হয়নি উইন্ডিসের খেলোয়াড়দের। বাংলাদেশে আসার পর নিয়ম মেনেই কোভিড-১৯ টেস্ট করা হয়েছে ক্যারিবীয় ক্রিকেট দলের।

আজ, মঙ্গলবার দুপুরে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে, সে পরীক্ষায় ওয়েস্ট ইন্ডিজ দলের খেলোয়াড় থেকে শুরু করে সকল কর্মকর্তাদের করোনা টেস্টের ফল নেগেটিভ এসেছে।

আরও ২ দিন রুমবন্দি থাকার পর আগামী বৃহস্পতিবার শের-ই-বাংলা স্টেডিয়ামের একাডেমি মাঠে অনুশীলন করবে সফরকারীরা।

১৪ থেকে ১৭ জানুয়ারি টানা চারদিন অনুশীলন করার পর ১৮ তারিখে বিকেএসপিতে নিজেদের মধ্যেই একটি প্রস্তুতি ম্যাচ খেলবে ওয়েস্টইন্ডিস। ২০ জানুয়ারি থেকে শুরুর তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।

Exit mobile version