Site icon Jamuna Television

চিরনিদ্রায় শায়িত সাংবাদিক মিজানুর রহমান খান

চিরনিদ্রায় শায়িত হলেন প্রখ্যাত সাংবাদিক ও প্রথম আলোর যুগ্ম সম্পাদক মিজানুর রহমান খান। আজ মঙ্গলবার দুপুর সোয়া ২টার দিকে মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হয়। বেলা দেড়টার দিকে মিজানুর রহমানের মরদেহবাহী গাড়িটি সেখানে পৌঁছায়।

এর আগে প্রথম আলো কার্যালয়ে শ্রদ্ধা জানানো হয় গুণী এ সাংবাদিকের প্রতি। সকালে প্রথমে সুপ্রিম কোর্ট, এরপর ডিআরইউ এবং জাতীয় প্রেসক্লাবে তিন দফা নামাজে জানাজা হয় মিজানুর রহমানের। গতকাল রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মারা যান তিনি।

কীভাবে হয় এ বেদনার প্রকাশ? শ্রদ্ধা-ভালবাসায়? নাকি চাপা কান্নায়? কে জানে এ প্রশ্নের জবাব? শেষ বারের মত স্বজন-সহকর্মীর ভালোবাসায় সিক্ত হলেন সাংবাদিক মিজানুর রহমান খান। জীবনে বহুবার প্রথম আলো অফিসে এসেছেন তিনি। এবারের আসা চির বিদায়ের, হৃদয়ে রক্তক্ষরণের। অকালে পৃথিবী ছেড়ে চলে গেলেও, কর্মগুণে তিনি ঠিকই বেঁচে থাকবেন সাংবাদিকতায় প্রেরণার উৎস হয়ে।

ইউএইচ/

Exit mobile version