Site icon Jamuna Television

এবার করোনায় আক্রান্ত গরিলা

এবার করোনায় আক্রান্ত গরিলা

যুক্তরাষ্ট্রের চিড়িয়াখানায় বেশ কয়েকটি গরিলা নভেল করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত হয়েছে। সানদিয়াগো চিড়িয়াখানার সাফারি পার্কে এ ঘটনা ঘটেছে। খবর আনন্দবাজার পত্রিকা।

এর আগে একাধিক দেশে বিড়াল, বাঘ, সিংহের মতো প্রাণীর দেহে করোনা শনাক্ত হয়। তবে গরিলার ক্ষেত্রে এটিই প্রথম ঘটনা।

পার্কের নির্বাহী পরিচালক লিসা পিটারসন বার্তা সংস্থা এপিকে সোমবার জানায়, পার্কে একসঙ্গে থাকা আটটি গরিলার মধ্যে করোনা সংক্রমণ হয়েছে বলে ধারণা করা হয়, এর মধ্যে কয়েকটির দেহে উপসর্গ দেখা দেয়।

এর মধ্যে মার্কিন কৃষি বিভাগের ভেটেরিনারি ল্যাবরেটরির পরীক্ষায় তিনটি গরিলার করোনা পজেটিভ এসেছে। এখন বাকি গরিলাগুলোরও পরীক্ষা করে দেখা হচ্ছে।

পার্কের পশুপাখিদের দেখভালকারী টিমের এক সদস্য থেকে গরিলাগুলোর মধ্যে করোনা সংক্রমণ হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ওই ব্যক্তিকেও পরীক্ষা করে করোনা শনাক্ত হয়েছে। তবে তার মধ্যে উপসর্গ ছিল না কিন্তু গরিলার সামনে তিনি সবসময় মাস্ক পরিধান করতেন।

ক্যালিফোর্নিয়ায় করোনা সংক্রমণের পর ৬ ডিসেম্বর থেকে চিড়িয়াখানাটি দর্শনার্থীদের জন্য বন্ধ আছে।

Exit mobile version