Site icon Jamuna Television

ঘাটাইলে অসহায় ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ সেনাবাহিনী প্রধানের

টাঙ্গাইল প্রতিনিধি :

টাঙ্গাইলের ঘাটাইলে শহীদ সালাউদ্দিন সেনানিবাসের ফায়ারিং রেঞ্জ এলাকায় অসহায় এবং দুস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ।

মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে শীত বস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়। পরে তিনি সেনাবাহিনীর কর্তৃক আয়োজিত সাধারণ মানুষের জন্য ফ্রি চিকিৎসা সেবা কার্যক্রম পরিদর্শন করেন।

এর আগে সেনাপ্রধান ঘাটাইল অঞ্চলের শীতকালীন প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় ঘাটাইল এরিয়া কমান্ডার ও ১৯ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেনসহ সেনাবাহিনীর অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, প্রতি বছরের ন্যায় এবারও প্রত্যন্ত অঞ্চলে চিকিৎসা সেবা কার্যক্রম ও শীতবস্ত্র বিতরণ করেছে।

ইউএইচ/

Exit mobile version