Site icon Jamuna Television

সাত মাসের শিশুর বিশেষ অঙ্গে অ্যাসিড দেয়ায় নারী আটক

গাজীপুর প্রতিনিধি:

গাজীপুরের কাপাসিয়ায় পূর্ব শত্রুতার জেরে সাত মাসের শিশুর বিশেষ অঙ্গে অ্যাসিড ঢেলে পুড়িয়ে দেয়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার শিশুটির বাবা ইমরান থানায় অভিযোগ দায়ের করলে অভিযুক্ত এক প্রতিবেশী নারী শামসুন্নাহারকে আটক করে পুলিশ।

কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলম চাঁদ আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। অভিযুক্ত প্রতিবেশী নারী শামসুন্নাহারকে আটক করা হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, গত শুক্রবার উপজেলার বড়হর এলাকার নিজ বাড়ির উঠানে বসেছিল শিশুর মা ও দাদি। কিছুক্ষণ পরে প্রতিবেশী সামসুন্নাহার সেখানে আসে। পরে ওই শিশুর মা ও দাদি প্রতিবেশীর কাছে শিশুটিকে রেখে বাড়ির গৃহস্থালি কাজে যায়।

এর ফাঁকে ওই প্রতিবেশী শিশুটির কানে ও যৌনাঙ্গে অ্যাসিড ঢেলে পালিয়ে যায়। শিশুটির চিৎকারে মা দাদিসহ পরিবারের অন্য সদস্যরা এসে দেখে তার শরীরের বিভিন্ন স্থানে ক্ষত। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরতরা শিশুকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার বারডেম হাসপাতালে পাঠায়।

ইউএইচ/

Exit mobile version