Site icon Jamuna Television

ওয়াশিংটন ডিসিতে জরুরি অবস্থা জারি ট্রাম্পের

ওয়াশিংটন ডিসিতে জরুরি অবস্থা জারি ট্রাম্পের

মার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্টের অভিষেক অনুষ্ঠানে কোনো ধরনের নাশকতা যেন না ঘটে সে জন্য রাজধানী ওয়াশিংটন ডিসিতে জরুরি অবস্থা ঘোষণা করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি ও ফেডারেল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সিকে স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে কাজ করার নির্দেশ দিয়েছেন তিনি।

নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের অভিষেককে ঘিরে মার্কিন আইনপ্রয়োগকারী সংস্থা সম্ভাব্য সহিংসতা ও হামলার হুমকির সতর্কবার্তা দেওয়ার পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাজধানীতে জরুরি অবস্থা জারি করেন।

স্থানীয় সময় সোমবার সোমবার হোয়াইট হাউসের প্রেস অফিস এক বিজ্ঞপ্তিতে জানায়, অভিষেক অনুষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করতে আগামী ২৪ জানুয়ারি পর্যন্ত শহরে ফেডারেল বাহিনী মোতায়েন করা হবে। জরুরি অবস্থা কার্যকরে সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে।

গত ৬ জানুয়ারি যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট ভবন ‘ক্যাপিটল হিল’-এ আইন-প্রণেতাদের অধিবেশনের সময় সহিংস হামলা চালায় ট্রাম্প সমর্থকরা, যা নিয়ে বিশ্বজুড়ে সমালোচনা হচ্ছে। এ কারণেই নতুন প্রেসিডেন্টের শপথ অনুষ্ঠানের নিরাপত্তা নির্বিঘ্ন করতে ডিস্ট্রিক্ট অব কলাম্বিয়ায় জরুরি অবস্থা জারির ঘোষণা দিলেন ট্রাম্প।

Exit mobile version