Site icon Jamuna Television

বার্নলিকে হারিয়ে শীর্ষে ম্যানচেস্টার

লিভারপুলকে টপকে ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষে উঠেছে জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেড। রাতে বার্নলিকে ১-০ গোলে হারিয়ে এই কীর্তি গড়েছে রেড ডেভিলরা।

শীর্ষ স্থান দখল করার হাতছানি নিয়ে বার্নলির আতিথ্য নেয় ম্যানইউ। ম্যাচে শুরু থেকেই আধিপত্য ছিলো রেড ডেভিলদের। প্রথমার্ধে অধিনায়ক মিগুয়েরার গোল রেফরি ফাউলের কারণে বাতিল করলে লিড নিতে পারেনি ওলেগানারের দল।

দ্বিতীয়ার্ধেও চলতে থাকে গোলে পাওয়ার চেষ্টা। সাফল্য আসে ৭১ মিনিটে। মার্কোস রাশফোর্ডের ক্রস থেকে দুর্দান্ত ভলিতে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে জয় সূচক গোলটি করেন পল পগবা। এই জয়ে ১৭ ম্যাচে ১১ জয়ে ৩৬ পয়েন্ট নিয়ে এককভাবে লিগ টেবিলের শীর্ষে ম্যানইউনাইটেড।

ইউএইচ/

Exit mobile version