Site icon Jamuna Television

পিকে হালদারের বান্ধবী অবন্তিকা গ্রেফতার

অবৈধ সম্পদ অর্জন ও মানিলন্ডারিংয়ে সহযোগিতার অভিযোগে প্রশান্ত কুমার হালদারের ওরফে পিকে হালদারের বন্ধবী অবন্তিকা বড়ালকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন- দুদক।

বুধবার দুপুরে, দুদকের উপ-পরিচালক মো. সালাউদ্দিনের নেতৃত্বে একটি দল রাজধানীর ধানমন্ডি থেকে তাকে গ্রেফতার করে। অবন্তিকা বড়ালকে পিকে হালদারের বিরুদ্ধে ২৭৫ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

দুদক জানায়, দু’দফায় জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হলেও অবন্তিকা বড়াল হাজিরা দেননি। এর আগে ৮ জানুয়ারি পলাতক আসামি প্রশান্ত কুমার হালদারের বিরুদ্ধে রেড নোটিশ জারি করে ইন্টারপোল। বাংলাদেশ পুলিশের জাতীয় কেন্দ্রীয় ব্যুরো-এনসিবি’র আবেদনের ভিত্তিতে এই অ্যালার্ট জারি করা হয়।

Exit mobile version