Site icon Jamuna Television

মুক্তিযোদ্ধা যাচাই বাছাইয়ের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

স্টাফ রিপোর্টার:

গোপালগঞ্জে মুক্তিযোদ্ধা যাচাই বাছাইয়ের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে মুক্তিযোদ্ধারা। বুধবার বেলা ১১টায় স্থানীয় পৌরপার্কে বীর মুক্তিযোদ্ধা মো. মজিবুর রহমানের সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ইব্রাহিম খলিল, মতিয়ার রহমান খান, মোশারফ হোসেনসহ অনেকে। এসময় মুকিযোদ্ধাদের নতুন করে যাচাই-বাছাই বন্ধসহ ৭ দফা দাবি বাস্তবায়নের কথা জানিয়ে বক্তারা বলেন, যাচাই বাছাইয়ের নামে মুক্তিযোদ্ধাদের হয়রানী করা হচ্ছে। দ্রুত এ যাচাই বাছাই বন্ধের দাবি জানান তারা।

পরে পৌরপার্ক থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে প্রধানমন্ত্রী, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি পেশ করা হয়। এসব কর্মসূচিতে জেলার ৫ উপজেলা থেকে মুক্তিযোদ্ধারা অংশ নেন।

Exit mobile version