Site icon Jamuna Television

গুলশানে ভবনে আকস্মিক বিস্ফোরণ, নিহত ১

রাজধানীর গুলশানে একটি ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া বেশ কয়েকজন আহত হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এসি বিস্ফোরণ থেকে এই ঘটনা ঘটে থাকতে পারে।  

বুধবার দুপুর দেড়টার দিকে গুলশান-২ এর ২৩ নম্বর রোডের ৬ নম্বর বাসায় এ ঘটনায় আকস্মিক এই বিস্ফোরণের ঘটনা ঘটে। ভবনটিতে সংযুক্ত আরব আমিরাতের কনস্যুলেট রয়েছে। নিচতলায় আছে এনসিসি ব্যাংকের অফিস।

পুলিশের গুলশান বিভাগের উপকমিশনার সুদীপ কুমার চক্রবর্ত্তী জানান, প্রাথমিকভাবে এসির বিস্ফোরণ থেকে এই ঘটনা ঘটেছে বলে ধারণা করছে পুলিশ। এসি কন্ট্রোল রুম থেকে ১ জনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। ভবনটিতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। উদ্ধার তৎপরতা চালাচ্ছে ফায়ার সার্ভিস।

Exit mobile version