Site icon Jamuna Television

প্রত্যেক নাগরিকের সমান অধিকার নিশ্চিত হলেই সুশাসন প্রতিষ্ঠা হবে: গওহর রিজভী

প্রত্যেক নাগরিকের সমান অধিকার নিশ্চিত হলেই সুশাসন প্রতিষ্ঠা হবে: গওহর রিজভী

দেশের প্রত্যেক নাগরিকের সমান সুযোগ ও অধিকার নিশ্চিত করা না গেলে সুশাসন প্রতিষ্ঠা হয়েছে বলা যাবে না। এ মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী।

বুধবার দুপুরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় সুশাসন মূল্যায়ন কাঠামোর আলোচনা সভায় তিনি বলেন, বাংলাদেশ অর্থনৈতিকভাবে সফল হলেও ন্যায়সঙ্গত বণ্টন নিশ্চিত হয়নি। এই চ্যালেঞ্জ মোকাবেলায় সরকার কাজ করছে বলে জানান গওহর রিজভী।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর মুখ্যসচিব আহমেদ কায়কাউস বলেন, জনগণের কাছে সঠিকভাবে যেন সেবা পৌঁছে দেয়া যায়, সে লক্ষ্যেই সুশাসন মূল্যায়ন কাঠামো করা হবে। এসডিজি বাস্তবায়নে এই মূল্যায়ন কাঠামো ভূমিকা রাখবে।

Exit mobile version