Site icon Jamuna Television

অভিনেতা দিলদারের জন্মদিন আজ

অভিনেতা দিলদারের জন্মদিন আজ

ঢাকাই সিনেমার কিংবদন্তি কৌতুক অভিনেতা দিলদারের জন্মদিন আজ। ১৯৪৫ সালের আজকের এই দিনে তিনি চাঁদপুরে জন্মগ্রহণ করেন। ১৯৭২ সালে ‘কেন এমন হয়’ সিনেমাতে অভিনয় দিয়ে দিলদার চলচ্চিত্র জগতে প্রবেশ করেন দিলদার।

দীর্ঘদিনের ক্যারিয়ারে দিলদার- বেদের মেয়ে জোসনা, বিক্ষোভ, অন্তরে অন্তরে, কন্যাদান, চাওয়া থেকে পাওয়া, শুধু তুমি, স্বপ্নের নায়ক, আনন্দ অশ্রু, অজান্তে, প্রিয়জন, প্রাণের চেয়ে প্রিয়, নাচনেওয়ালী’সহ অসংখ্য জনপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন।

২০০৩ সালে ‘তুমি শুধু আমার’ চলচ্চিত্রের জন্য সেরা কৌতুক অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও লাভ করেন দিলদার।

২০০৩ সালের ১৩ জুলাই ৫৮ বছর বয়সে এই কৌতুক অভিনেতা মৃত্যুবরণ করেন।

Exit mobile version