Site icon Jamuna Television

ময়মনসিংহে ৩৬ কেজি ওজনের কষ্টি পাথর উদ্ধার

ময়মনসিংহে ৩৬ কেজি ওজনের কষ্টি পাথর উদ্ধার করেছে র‍্যাব। এসময় এই পাচার চক্রের ৭ সদস্যকে আটক করে তারা।

মঙ্গলবার রাত ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শহরের শিববাড়ি এলাকায় রেল ব্রিজের নিচে অভিযান চালিয়ে এই পাথর উদ্ধার করা হয়।

র‍্যাব জানায়, কষ্টিপাথর বিদেশে পাচার করতে সক্রিয় রয়েছে বেশ কয়েকটি চক্র। এমন খবরে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়। এর প্রেক্ষিতেই কষ্টি পাথরটি উদ্ধার করা হয়। পাথরটি চারটি টুকরা ছিলো। এসময় ছয়টি মোবাইল সেটও উদ্ধার করা হয়।

Exit mobile version