Site icon Jamuna Television

৫ দশকের ভয়াবহতম ঠাণ্ডায় কাঁপছে স্পেন

৫ দশকের ভয়াবহতম ঠাণ্ডায় কাঁপছে স্পেন

৫ দশকের ভয়াবহতম ঠাণ্ডায় কাঁপছে স্পেন। স্মরণকালের বেশ কয়েকটি প্রদেশে তাপমাত্রা নেমেছে মাইনাস ২৫ ডিগ্রিতে।

দেশটির ৪১ প্রদেশেই স্থবির জনজীবন। ২০ ইঞ্চি পর্যন্ত পুরু বরফের নিচে অনেক এলাকা। ব্যাপকভাবে ব্যাহত যোগাযোগ ব্যবস্থা। কমপক্ষে ১২ হাজার ৫শ’ মাইল রেললাইন বন্ধ।

এখনও বরফের নিচে আটকা পড়ে আছে কয়েকশ’ গাড়ি। উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিস, জরুরি বিভাগসহ সেনা সদস্যরা।

Exit mobile version