Site icon Jamuna Television

অ্যানাকোন্ডাকে জল থেকে ডাঙায় তুলতে পারবে ব্ল্যাক প্যান্থার? (ভিডিও)

অ্যানাকোন্ডাকে জল থেকে ডাঙায় তুলতে পারবে ব্ল্যাক প্যান্থার?

জাগুয়ারের সঙ্গে অ্যানাকোন্ডার লড়াইয়ের একটি ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা যাচ্ছে, বিশালাকার অ্যানাকোন্ডাকে জল থেকে তুলে নিয়ে যাওয়ার জন্য কেমন চেষ্টা চালাচ্ছে জাগুয়ারটি। খবর আনন্দবাজার পত্রিকার।

দক্ষিণ আমেরিকার গ্রিন অ্যানাকোন্ডা বিশ্বের অন্যতম বৃহত্তম সাপ। এদের ওজনও প্রায় ১৩০ কিলোগ্রাম। জলে এরা খুব দ্রুত চলতে পারে। কিন্তু বিশালাকার দেহের আকার এবং ওজনের জন্য স্থলভাগে এরা কিছুটা হলেও স্লথ। সে জন্যই জলাশয়ের আশপাশেই বাস করে এই সাপ। ভিডিওতে দেখতে পাওয়া ওই মেলানিস্টিক জাগুয়ার ব্ল্যাক প্যান্থার নামেও খ্যাত। দ্রুত দৌঁড়তে পারা এই প্রাণী ডাঙাতেই বেশি স্বচ্ছন্দ। তাই অ্যানাকোন্ডাকে পরাস্ত করতে তাকে জল থেকে ডাঙায় তোলার চেষ্টা করছে ব্ল্যাক প্যান্থার।

যদিও ভিডিওটি নতুন নয়। ২০১৩ সালে প্রথম ভিডিওটি সামনে এসেছিল। তারপর থেকে বিভিন্ন সময় ঘুরে ফিরে সামনে আসে এটি। ভিডিওটি এখন পর্যন্ত ৭৯ হাজারের বেশিবার দেখা হয়েছে।

Exit mobile version