Site icon Jamuna Television

কসবায় দুই ইটভাটাকে জরিমানা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় দু’টি ইটভাটাকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসিবা খান এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

এসময় বিজনা ব্রিকসকে চার লাখ টাকা ও কসবা ব্রিকসকে দুই লাখ টাকা জরিমানা করা হয়। এর আগে ওই দুটি ইটভাটাকে সতর্ক করা হলেও কার্যক্রম চালিয়ে যাচ্ছিল তারা।

হাসিবা খান জানান, বিজনা ব্রিকস শিক্ষা প্রতিষ্ঠান এর কাছে তাই পরিবেশ অধিদফতরের লাইসেন্স পাচ্ছে না। তাদেরকে সরে যেতে বলা হয়েছে। কিন্তু তা অমান্য করে ইট পোড়ানোয় জরিমানা করা হয়। কসবা ব্রিকসের ইট পোড়ানোর লাইসেন্স নেই, এটা তারা সংগ্রহ করেননি। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ ( সংশোধিত ২০১৯) এর লঙ্ঘন করায় প্রতিষ্ঠান দুটিকে জরিমানা করা হয়।

Exit mobile version