Site icon Jamuna Television

শুধুমাত্র পাসপোর্টধারী রোহিঙ্গাদের পাসপোর্ট রি-ইস্যু করা হবে: পররাষ্ট্র মন্ত্রণালয়

যেসকল রোহিঙ্গা পূর্ব থেকেই বাংলাদেশী পাসপোর্টধারী হিসেবে সৌদি আরবে অবস্থান করছেন শুধুমাত্র তাদের পাসপোর্টই রি-ইস্যু করা হবে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

আজ এক প্রেস বিজ্ঞপ্তিতে এমনটা জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়। বিজ্ঞপ্তিতে বলা হয়- এর আগে ডয়চে ভেলে এবং কয়েকটি সংবাদপত্রে পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেনের ব্ক্তব্য দিয়ে ‘‘বাংলাদেশ থেকে সৌদি আরবে যাওয়া রোহিঙ্গারা পাসপোর্ট পাবেন’’ শিরোনামে যে সংবাদ প্রকাশ করা হয়েছে তা সঠিক নয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়- সৌদি আরবে অবস্থানরত সকল রোহিঙ্গা নয় বরং যারা বাংলাদেশি পাসপোর্ট নিয়ে সৌদি আরবে গেছেন কেবল তাদের পাসপোর্ট বাংলাদেশ সরকার পুনরায় ইস্যু করবে। অন্যদের বাংলাদেশি পাসপোর্ট পেতে বাংলাদেশি হিসেবে প্রয়োজনীয় প্রমাণপত্র দেখাতে হবে।

Exit mobile version