Site icon Jamuna Television

শরীরচর্চার সময় নেই: রাকুল প্রীত (ভিডিও)

শরীরচর্চার সময় নেই: রাকুল প্রীত

রাকুল প্রীত সিং। বলিউডের হাল প্রজন্মের এ অভিনেত্রী ফিটনেস নিয়ে খুবই সচেতন। কিছুদিন আগে করোনা সংক্রমণ থেকে সেরে উঠে কাজে ফিরেছেন ‘দে দে প্যায়ার দে’ নায়িকা। কিন্তু শুটিংয়ের ব্যস্ততার কারণে এখন জিমে যাওয়ার সময় নেই তার। তাই বেছে নিলেন অভিনব পদ্ধতি। খবর আনন্দবাজার পত্রিকার।

গাড়ি চড়া বাদ দিয়েছেন রাকুল। এবার থেকে শুটিংয়ে যাবেন সাইকেলে চেপে। বুধবার ইনস্টাগ্রামে এক পোস্ট করে রাকুল জানিয়েছেন এই কথা। সঙ্গে জুড়ে দিয়েছেন সাইকেল চালানোর ছোট্ট ভিডিও। সেখানে বললেন, জিমের সময় বাঁচানোর জন্যই তার এই উদ্যোগ। পাশাপাশি ব্যায়ামটাও হয়ে যাচ্ছে।

রাকুল লেখেন, সময় বাঁচাতে সাইকেল চালিয়েই সেটে … ১২ কিলোমিটার রাস্তা।”

বর্তমানে এ নায়িকা ‘মেডে’ ছবির শুটিংয়ে ব্যস্ত। প্রযোজনার পাশাপাশি ছবিটিতে অভিনয় করছেন অজয় দেবগণ। আর এ ছবির হাত ধরে অনেক দিন পর পরিচালনায়ও ফিরলেন এ নায়ক। তাদের সঙ্গে আরও আছেন অমিতাভ বচ্চন। সামনের বছরের ২৯ এপ্রিল মুক্তি পাবে ‘মেডে’।

রাকুল প্রীতের পোস্টটি দেখতে এখানে ক্লিক করুন

Exit mobile version