Site icon Jamuna Television

সালেহপুর সেতুতে ফাটল, ঢাকা-আরিচা মহাসড়কে ভোগান্তি

ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজারে সালেহপুর সেতুতে ফাটল দেখা দিয়েছে। এক পাশে দেবে গেছে সেতুটির এক থেকে দেড় ফুট। এরপরই এক লেনে যানবাহন চলাচল বন্ধ করে দেয়া হয়। এতে সড়কের দুই পাশে দীর্ঘ যানজট দেখা দেয়। দুর্ভোগে পড়ে সড়কে চলাচল করা মানুষ।

বুধবার সন্ধ্যা নাগাদ ফাটল ধরা পড়ে আমিনবাজারের সালেহপুর সেতুতে। ঘটনাস্থলে যায় সড়ক ও জনপথ বিভাগ সংশ্লিষ্টরা। ঝুঁকিপূর্ণ ঘোষণা করে সেতুটিকে। এরপরই ব্রিজের একপাশে যান চলাচল বন্ধ করে দেয়া হয়।

এর ফলে, ঢাকা-আরিচা মহাসড়কে ঢাকাগামী অংশ বন্ধ হয়ে যায়। একটি লেন দিয়ে যান চলাচলের কারণে যান চলাচলে ধীর গতি দেখা দেয়।

সাভার থেকে ঢাকাগামী লেনের দেবে যাওয়া বাম পাশের অংশটি আজও আবারও পরিদর্শন করে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে। আপাতত ঢাকামুখী যানবাহনগুলোকে সাভারমুখী লেন দিয়ে পারাপার করানো হচ্ছে।

দায়িত্বরত ট্রাফিক পুলিশ কর্মকর্তা আবুল কালাম জানান, আমরা কিছুক্ষণ একপাশের রাস্তায় গাড়ি চলাচল করতে দিয়ে অপর পাশ আটকে রাখি, আবার অপরপাশ খুলে দিয়ে এই পাশ বন্ধ রাখি যেন দু’দিকেই গাড়ি চলাচল যতটা সম্ভব স্বাভাবিক থাকে।

যানজট যথাসম্ভব সামাল দিয়ে চলাচল নিরবিচ্ছিন্ন রাখার চেষ্টা করে যাচ্ছে ট্রাফিক পুলিশ। মহাসড়কটি দিয়ে চলাচল করে উত্তর-পশ্চিম ও দক্ষিণের জেলাগুলোর পরিবহন।

Exit mobile version