Site icon Jamuna Television

ইথিওপিয়ার পশ্চিমাঞ্চলে হামলায় প্রাণ গেছে কমপক্ষে ৮০ গ্রামবাসীর

ইথিওপিয়ার পশ্চিমাঞ্চলে হামলায় প্রাণ গেছে কমপক্ষে ৮০ গ্রামবাসীর

ইথিওপিয়ার পশ্চিমাঞ্চলে হামলায় প্রাণ গেছে কমপক্ষে ৮০ জন বেসামরিক গ্রামবাসীর। কারা এ হামলা চালিয়েছে তা জানা যায়নি।

ইথিওপিয়ান হিউম্যান রাইটস কমিশন বুধবার হামলার বিষয়টি নিশ্চিত করে। যদিও হামলাটি হয় একদিন আগে, স্থানীয় সময় মঙ্গলবার বিকালে। সুদান ও দক্ষিণ সুদান সীমান্ত সংলগ্ন বেনিশাঙ্গুল-গুমুজ অঞ্চলে হয় এ হামলা। এতে নিহতদের মধ্যে রয়েছে দু’বছর বয়সী শিশুও। হামলার দায়স্বীকার করেনি কোনো গোষ্ঠী।

গেলো ডিসেম্বরে একই অঞ্চলে হামলায় প্রাণ যায় দুই শতাধিক মানুষের। অঞ্চলটিতে সাম্প্রতিক সহিংসতার কারণে হাজারও মানুষ গৃহহীন বলে জানিয়েছে মানবাধিকার গোষ্ঠীগুলো।

Exit mobile version