Site icon Jamuna Television

এবার দাদিকে হারালেন সাকিব

ক্রিকেটার সাকিব আল হাসানের দাদি রেবেকা নাহার আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইল্লাহি রাজিউন)। এরআগে, বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের ফাইনাল ম্যাচের সময় অল্পদিনের ব্যবধানে দুই নিকট আত্মীয়কে হারিয়েছিলেন সাকিব। এজন্য, ফাইনাল ম্যাচটি খেলতে পারেননি তিনি।

বুধবার রাত ১০টার দিকে মাগুরা শহরের কেশব মোড়ে নিজ বাসভবনে তিনি মারা যান। তার বয়স হয়েছিল আনুমানিক ৮৭ বছর।

তিনি দুই ছেলে ও তিন মেয়েসহ নাতি-নাতনি রেখে গেছেন। তাদের মধ্যে বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের উজ্জ্বল নক্ষত্র সাকিব আল হাসান রয়েছেন।

মৃত রেবেকা নাহারের আরেক নাতি (মেয়ের ছেলে) জাতীয় দলের সাবেক ফুটবলার মেহেদি হাসান উজ্জ্বল মোবাইল ফোনে জানান, বহুদিন থেকেই রেবেকা নাহার বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন। সবশেষ মঙ্গলবার ঢাকার নিউরোসায়েন্স হাসপাতাল থেকে মাগুরায় আনা হয় তাকে।

মরহুমা রেবেকা নাহারের জানাজা মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ মাঠে হবে। এরপর জোহরের নামাজের পর পৌর গোরস্তানে তাকে দাফন করা হবে।

Exit mobile version