Site icon Jamuna Television

র‌্যাগিং এর দায়ে খুবির ৭ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি

জুনিয়র শিক্ষার্থীদের রাতভর শারীরিক ও মানসিক নির্যাতন এবং শিক্ষকদের সাথে অসদাচারণের দায়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের ৭ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিস্কার ও অর্থদণ্ড দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক পরিচালক ও শৃঙ্খলা বোর্ডের সদস্য সচিব শরীফ হাসান লিমন এই তথ্য নিশ্চিত করেছেন।

গত বছরের ২৭ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে ইংরেজী ডিসিপ্লিনের পাঁচ শিক্ষার্থীকে সারারাত শারীরিক ও মানসিক নির্যাতন ও একই বছরের জানুয়ারির প্রথম সপ্তাহে শিক্ষার্থীদের আন্দোলনের সময় দুই শিক্ষকের সাথে শিক্ষার্থীদের অসদাচরণের অভিযোগে গঠিত তদন্ত কমিটি অভিযোগের সত্যতা পাওয়ায় এই শাস্তি প্রদান করেছেন।

তদন্ত কমিটি জানিয়েছে, গৃহীত সিধান্ত গুলোর ব্যাপারে শিক্ষার্থীরা চাইলে একাডেমিক কাউন্সিলে আপিল করতে পারবেন।

Exit mobile version