Site icon Jamuna Television

ঢামেকে ভর্তি ‘রহস্য পুরুষ’ সিরাজুল আলম খান

অসুস্থ হয়ে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি হয়েছেন বাংলাদেশের রাজনীতির ‘রহস্য পুরুষ’ হিসেবে খ্যাত সিরাজুল আলম খান (দাদা ভাই)। তাকে জরুরি বিভাগের হাই ডিপেন্ডেন্সি ইউনিটে (এইচডিইউ) রাখা হয়েছে।

বুধবার (১৩ জানুয়ারি) রাত ৮টার দিকে প্রথমে তাকে রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি করা হয়। পরে রাতে সেখান তাকে ঢামেক হাসপাতালে নেওয়া হয়।

চিকিৎসকরা জানান, হাসপাতালের পুরাতন ভবনের চার তলায় এইচডিইউতে চিকিৎসাধীন আছেন সিরাজুল আলম খান। তার জন্য বোর্ড গঠন করা হচ্ছে। গত তিনদিন যাবত তার ঘুম আসছিল না। তবে তিনি এখন ভালো আছেন। হাসপাতাল আসার পর ঘুমিয়েছেনও।

Exit mobile version