Site icon Jamuna Television

বাংলাদেশে জঙ্গিদের আশ্রয় দেয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশে জঙ্গিদের আশ্রয় দেয়া হবে না। যারা এই মতাদর্শে বিশ্বাসী তাদের স্বাভাবিক জীবনে ফিরে আসার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

আজ বৃহস্পতিবার সকালে র‌্যাব সদর দপ্তরে ‘নব দিগন্তের পথে’ শীর্ষক জঙ্গী আত্মসমর্পণ অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আত্মসমর্পণ করা জঙ্গিদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে পুনর্বাসন করা হবে। বর্তমান সরকার জঙ্গি দমনে সফল বলেও জানান তিনি। আজকের অনুষ্ঠানের মধ্য দিয়ে জঙ্গি মতাদর্শ ত্যাগ করে ৯ তরুণ-তরুনী স্বাভাবিক জীবনে ফিরতে র‌্যাব’র কাছে আত্নসমর্পণ করে। চরমপন্থার পথ পরিত্যাগ করে সমাজের মূলধারায় ফিরতে আত্মসমর্পণ করেন তারা। আত্মসমর্পণের পর প্রত্যেককেই নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

একইসাথে স্বাবলম্বী হতে আর্থিক সহায়তা ও পুনর্বাসন করা হয়। তাদের কর্মকান্ডের প্রতি আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি অব্যাহত থাকবে বলে জানায় কর্তৃপক্ষ।

Exit mobile version