Site icon Jamuna Television

কয়েকজন এমপির কাজ হচ্ছে রাত জেগে মদ খাওয়া ও নারী ধান্দা করা: মির্জা কাদের

কয়েকজন এমপির কাজ হচ্ছে রাত জেগে মদ খাওয়া ও নারী ধান্ধা করা। এদের আগে ঠিক করতে হবে বলে মন্তব্য করেছেন নোয়াখালীর বসুরহাট পৌর নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী ও আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ছোট ভাই মির্জা কাদের।

আজ বৃহস্পতিবার শেষ দিনের প্রচারণায় আয়োজিত জনসভায় তিনি এ মন্তব্য করেন। এসময় তিনি আরও বলেন, আমি কোন বড় পদ চাই না। কখনো এমপি পদ চাইলে জিহ্বা কেটে দেয়ার আহবানও মির্জা কাদের।

প্রচারণায় মির্জা কাদের বলেন, পৌর নির্বাচনে কারচুপির চেষ্টা হতে পারে। বড় বড় নেতাদের হস্তক্ষেপে এমনটা হতে পারে বলে শঙ্কা তার।

এসময় তিনি নির্বাচন কমিশনকে সুষ্ঠু নির্বাচন করার আহ্বান জানান। সুষ্ঠু নির্বাচন হলে জয় লাভে আশাবাদী বলেও জানান সরকার দলীয় এই প্রার্থী।

Exit mobile version