Site icon Jamuna Television

জাতীয় পার্টি চেয়ারম্যান জি এম কাদের করোনা আক্রান্ত

জিএম কাদের। ফাইল ছবি।

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও জাতীয় সংসদে বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের  করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। গত বুধবার করোনার নমুনা পরীক্ষায় করতে দিয়ে তার পজেটিভ ফল আসে। তার গায়ে সামান্য জ্বর ও গলায় ব্যথা আছে। বর্তমানে উত্তরার বাসায় আইসোলেশনে থেকে তিনি চিকিৎ​সা নিচ্ছেন।

জাতীয় পার্টির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, জি এম কাদেরের কোনো নেতিবাচক উপসর্গ নেই। রাতে তিনি খাবার গ্রহণ করেছেন। সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি।

এদিকে, দলের চেয়ারম্যান জি এম কাদেরের রোগমুক্তির জন্য আগামীকাল শুক্রবার আসরের নামাজের পর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া মাহফিল হবে। এতে সর্বস্তরের নেতা-কর্মীদের শরিক হওয়ার আহ্বান জানিয়েছে দলটি।

Exit mobile version