Site icon Jamuna Television

নারী ধর্ষণের পাশাপাশি পুরুষ ধর্ষণের বিধান সংযুক্ত চেয়ে হাইকোর্টে রিট

দণ্ডবিধির ৩৭৫ ধারায় ‘নারী ধর্ষণ’ এর অপরাধের পাশাপাশি ‘পুুরুষ ধর্ষণ’ বিষয়টি অপরাধ হিসেবে যুক্ত করতে এই ধারাটির সংশোধন চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে।

আজ বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের আইনজীবী ও মানবাধিকার কর্মী তাসমিয়া নূহাইয়া আহমেদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইনের শিক্ষক ড. মাসুম বিল্লাহ এবং সমাজকর্মী ড. সৌমেন ভৌমিক এর পক্ষে রিটটি দায়ের করেছেন আইনজীবী ব্যারিস্টার তাপস কান্তি বল।

রিটে আইন মন্ত্রণালয়ের সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব ও পুলিশের আইজিকে বিবাদী করা হয়েছে।

তারা জানান, ‘সম্প্রতি দেশে ছেলে শিশু তথা পুরুষকে যৌন নির্যাতন ও বলৎকারের ঘটনা উল্লেখযোগ্য হারে বেড়েছে। কিন্তু এধরনের নির্যাতনকে ধর্ষণের অপরাধ হিসেবে বিচার করা যাচ্ছে না।’ তাই দণ্ডবিধির ৩৭৫ ধারায় সংশোধন এনে ‘নারী ধর্ষণ’ এর অপরাধের পাশাপাশি অপরাধ হিসেবে ‘পুুরুষ ধর্ষণ’ বিষয়টিকে যুক্ত করার আবেদন করা হয়েছে।

Exit mobile version