Site icon Jamuna Television

করোনার টিকা প্রয়োগে দেশজুড়ে কাজ করবে ৭ হাজার টিম

আগামী ২৫ বা ২৬ জানুয়ারি দেশে আসতে পারে সেরাম ইনস্টিটিউটের টিকা। বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ে ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ফ্রন্টলাইনার ও বয়স্করা অগ্রাধিকার ভিত্তিতে এ টিকা পাবেন। প্রতি জেলায় ৭ লাখের বেশি ও উপজেলায় ২ লাখের বেশি টিকা মজুদ রাখা হবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। করোনা মোকাবেলায় প্রধানমন্ত্রীর নেতৃত্বের প্রশংসা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা চিঠি দিয়েছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।

বৃহস্পতিবার সচিবালয়ে করোনাভাইরাসের টিকার প্রয়োগ পরিকল্পনা নিয়ে নীতিনির্ধারকদের সভা বসে। বৈঠক শেষে স্বাস্থ্যমন্ত্রী জানান, আগামী ২৫ বা ২৬ জানুয়ারি দেশে আসতে পারে সেরাম ইন্সটিটিউটের টিকা। টিকা প্রয়োগে দেশজুড়ে কাজ করবে ৭ হাজার টিম। প্রতিটি দল দিনে ১০০-১৫০ জন মানুষকে টিকা দেবে।

স্বাস্থ্যমন্ত্রী জানান, বেসরকারি প্রতিষ্ঠানও টিকা এনে তা দিতে পারবে। এজন্য তৈরি হচ্ছে নীতিমালা। তিনি প্রত্যাশা করেন, কোভেক্স থেকে ফাইজারের টিকা পাবার। ইতিমধ্যে ৫ কোটি মানুষের জন্য টিকা নিশ্চিত করা গেছে।

উল্লেখ্য, দেশে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা সোয়া পাঁচ লাখ ছাড়িয়েছে। আর প্রাণ গেছে ৭ হাজার ৮৪৯ জনের।

Exit mobile version