
মাস্টার মাইন্ড স্কুলের ছাত্রী আনুশকাসহ সারাদেশে ধর্ষণ ও নির্যাতনের প্রতিবাদে মোমবাতি প্রজ্বলন করে প্রতিবাদ করেছে বিএনপির ভ্রাতৃপ্রতিম সংগঠন নারী ও শিশু অধিকার ফোরাম।
বৃহস্পতিবার সন্ধ্যায় নয়াপল্টনে বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এতে অংশ নেয় দলটির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। প্রধান অতিথির বক্তব্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, গণতন্ত্র না থাকলে সামাজিক মূল্যবোধের অবক্ষয় হয়। আনুশকা ধর্ষণ তারই প্রমাণ।
এসময় গয়েশ্বর শুধু ধর্ষণকারীদের নয় রাষ্ট্রের প্রধান ব্যক্তি হিসেবে এসব অপরাধের জন্য প্রধানমন্ত্রীরও বিচার দাবি করেন।
 
 
				
				
				 
 
				
				
			


Leave a reply