Site icon Jamuna Television

হৃতিক-দীপিকার নতুন অ্যাকশন সিনেমার বাজেট ২৫০ কোটি টাকা

বলিউডের সবচেয়ে বড় বাজেটের অ্যাকশন থ্রিলার হতে চলেছে হৃতিক রোশন আর দীপিকার পাডুকোনের নতুন সিনেমা ‘ফাইটার’। ছবির বাজেট ধরা হয়েছে ২৫০ কোটি টাকা।

বাজেট হিসেবে বলিউডে এটাই হতে চলেছে বড় বাজেটের অ্যাকশন থ্রিলার মুভি। এমনটাই শোনা যাচ্ছে হৃতিক রোশন, দীপিকা পাড়ুকোনের আগামী ছবি সম্পর্কে।

আনন্দবাজার জানায়, এই নিয়ে তৃতীয়বার পরিচালক সিদ্ধার্থ আনন্দের সঙ্গে কাজ করতে চলেছেন হৃতিক। এর আগে ‘ব্যাং ব্যাং’ এবং ‘ওয়ার’ ছবিতে তিনি কাজ করেছেন সিদ্ধার্থর পরিচালনায়। আর সব ঠিক চললে, দীপিকার সঙ্গে এটাই হবে তাঁর প্রথম ছবি।

সিনেমায় হৃতিক অভিনয় করতে চলেছেন এক বিমানচালকের ভূমিকায়। নানা দেশে অ্যাকশন দৃশ্যের শুটিং তো হবেই। তার পাশাপাশি মাঝ আকাশেও বেশ কিছু অ্যাকশন দৃশ্য থাকবে। আর তাতেই বিপুল পরিমাণে টাকা খরচ হতে চলেছে।

এদিকে শাহরুখ আর জন আব্রাহামকে নিয়ে ‘পাঠান’ ছবির কাজ নিয়ে ব্যস্ত সিদ্ধার্থ আনন্দ। নায়িকার ভূমিকাতেও রয়েছেন দীপিকা। এই ছবির কাজ শেষ হলেই সিদ্ধার্থ পরের ছবির কাজ শুরু করবেন বলে জানা গিয়েছে। এবং সেই ছবিতে তিনি শুধুমাত্র পরিচালক নন, একই সঙ্গে প্রযোজকের ভূমিকাতেও থাকছেন।

Exit mobile version