Site icon Jamuna Television

ব্রাহ্মণবাড়িয়ায় পুরোহিতের স্ত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরে এক মন্দিরের পুরোহিতের স্ত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার দুপুর পৌনে ১টার দিকে জেলা শহরের পূর্ব পাইকপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, পূর্ব পাইকপাড়া এলাকায় একটি বাসায় স্ত্রী-সন্তান নিয়ে ভাড়া থাকেন স্থানীয় একটি মন্দিরের পুরোহিত। ওই বাসার ছাদে বসে প্রায়ই মাদক সেবন করতেন একই এলাকার সুবোধ দাসের ছেলে কালু দাস।

বৃহস্পতিবার দুপুরে পুরোহিতের স্ত্রী বাসার ছাদে কাপড় শুকাতে গেলে কালু দাস তাকে পেছন দিক থেকে মুখে চেপে ধরেন এবং ধর্ষণের চেষ্টা করেন। এসময় পুরোহিতের স্ত্রী ধস্তাধস্তির এক পর্যায়ে পালিয়ে যেতে সক্ষম হন।

এই ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার এক নম্বর ফাঁড়ির পরিদর্শক হাসান খান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Exit mobile version