Site icon Jamuna Television

বসুরহাট পৌর নির্বাচন সুষ্ঠু করতে সব ধরণের ব্যবস্থা নেয়া হয়েছে: নোয়াখালী পুলিশ সুপার

নোয়াখালী বসুরহাট নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব ধরণে ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছেন নোয়াখালী পুলিশ সুপার আলমগীর হোসেন।

শুক্রবার সকালে নোয়াখালীতে আয়োজিত সংবাদ সম্মেলনে এক কথা বলেন তিনি। এসময় তিনি জানান, প্রতিকেন্দ্রে ৯ জন আনসার সদস্যের পাশাপাশি ৪ জন পুলিশ সদস্য দায়িত্ব পালন করবে। ৪ প্লাটুন বিজিবি সদস্য নির্বাচনী নিরাপত্তায় নিয়োজিত থাকবে। এছাড়া র‍্যাবের আরো ৩ প্লাটুন সদস্য নিরাপত্তায় নিয়োজিত থাকবে বলে জানান পুলিশ সুপার।

এসময়, নির্বাচন চলাকালীন সময় একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োজিত থাকবে বলেও জানান তিনি। ইতিমধ্যে বসুরহাট পৌরসভার ৯টি কেন্দ্রে নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু হয়েছে বলে জানিয়েছেন জেলা নির্বাচন কর্মকর্তা বরিউল আলম।

Exit mobile version