Site icon Jamuna Television

বাইডেনের শপথ অনুষ্ঠানে জাতীয় সংগীত গাইবেন লেডি গাগা

বাইডেনের শপথ অনুষ্ঠানে জাতীয় সংগীত গাইবেন লেডি গাগা

যুক্তরাষ্ট্রের ৪৬তম মার্কিন প্রেসিডেন্টের অভিষেক অনুষ্ঠানে জাতীয় সংগীত গাইবেন লেডি গাগা।

জো বাইডেন শপথ গ্রহণকালে ক্যাপিটল হিলের ওয়েস্টার্ন ফ্রন্টে সুরের ঝংকার তুলবেন জেলো বা জেনিফার লোপেজ। অন্যান্য সাংস্কৃতিক পরিবেশনার সাথে যুক্ত থাকবে বন জোভি, জাস্টিন টিমবারলেক, ডেমি লোভাটো এবং অ্যান্ট ক্লেমনস।

আবাহনপত্র পাঠ করবেন জর্জটাউন বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রেসিডেন্ট এবং জর্জিয়ার পদকপ্রাপ্ত দাবানলকর্মী। থাকবে কবিতা পাঠ আর প্রার্থনাও। ৯০ মিনিটের পুরো অনুষ্ঠানের উপস্থাপনায় থাকবেন হলিউড তারকা টম হ্যাংকস।

Exit mobile version