Site icon Jamuna Television

বাইডেনের শপথ অনুষ্ঠানের উপস্থাপক টম হ্যাঙ্কস

বাইডেনের শপথ অনুষ্ঠানের উপস্থাপক টম হ্যাঙ্কস

যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট জো বাইডেনের শপথ অনুষ্ঠান উদ্‌যাপনের বিশেষ একটি প্রাইমটাইম টেলিভিশন অনুষ্ঠান উপস্থাপনা করবেন অভিনেতা টম হ্যাঙ্কস।

জো বাইডেনের অভিষেক অনুষ্ঠানের কমিটির পক্ষ থেকে বিবৃতিতে জানানো হয়েছে, ‘সেলেব্রেটিং আমেরিকা’ শিরোনামের ৯০ মিনিটের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে থাকবেন জন বন জভি, ডেমি লোভাতো জাস্টিন টিম্বারলেকের মতো ব্যক্তিত্বরা। অনুষ্ঠানে জো বাইডেন এবং কমলা হ্যারিসও বক্তব্য রাখবেন।

রয়টার্স জানিয়েছে, এবার করোনার কারণে অনুষ্ঠানের সূচিতে কাটছাঁট করা হয়েছে।

ডেমি লোভাতো তার ইনস্টাগ্রামে লিখেছেন, আমাকে যখন পারফর্ম করার কথা বলা হলো আমি তা শুনে বাকরুদ্ধ হয়ে পড়েছিলাম।

‘স্বপ্ন সত্য হওয়ার’ উচ্ছ্বাস প্রকাশ করেছেন অ্যান্ট ক্লেমন্স।

অনুষ্ঠানে টিম্বারলেক ও ক্লেমন্স তাদের নতুন গান ‘বেটার ডেজ’ পরিবেশন করবেন।

টিম্বারলেক জানিয়েছেন, তাদের এই গানে সবাইকে আশাবাদী হতে উৎসাহ দেওয়া হয়েছে।

অনুষ্ঠানটি স্থানীয় সময় ২০ জানুয়ারি সন্ধ্যা সাড়ে ৮টায় এবিসি, সিবিএস, সিএনন, এনবিসি ও এমএসএনবিসিতে সরাসরি সম্প্রচার করা হবে। এছাড়াও, ইউটিউব, ফেসবুক, টুইটারসহ ৯টি শীর্ষ সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচার করা হবে।

Exit mobile version