Site icon Jamuna Television

অনুরুদ্ধ বন বিহারে আটাশ বুদ্ধ পূজা, বুদ্ধ মূর্তিদান, সংঘদান অনুষ্ঠিত

রাঙামাটি সদরের সাপছড়ি ইউনিয়নের অনুরুদ্ধ বন বিহারে শুক্রবার দুপুরে আটাশ বুদ্ধ পূজা, বুদ্ধ মূর্তিদান, সংঘদানসহ নানান ধর্মীয় অনুষ্ঠান ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

সাপছড়ি ইউনিয়নের শালবন এলাকায় রয়েছে অনুরুদ্ধ বন বিহার প্রাঙ্গণে ধর্মীয় দেশনা দেন ভারত-বাংলার ধর্ম প্রচারক শ্রীমৎ ধর্মতিষ্য মহাস্থবির। ধর্মীয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাপছড়ি মৌজার গ্রাম প্রধান রতন কারবারী।

ধর্মীয় অনুষ্ঠানে আটাশ বুদ্ধ পূজা, বুদ্ধ মূর্তিদান, সংঘদান, বুদ্ধের উদ্দেশ্য বস্ত্র দান, অষ্টপরিস্কার দান, ত্রিপিটক দানসহ নানাবিধ দান অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে হাজার খানেক ধর্মীয় পূণ্যার্থী শরিক হন।

ধর্মীয় অনুষ্ঠান শেষে বিশাল আকারের বুদ্ধসহকারে একটি ধর্মীয় র‌্যালি বের করা হয়। র‍্যালিটি শালবনের যৌথ খামার এলাকা থেকে শুরু হয়ে রাঙ্গাপানির সাধনাপুর বন বিহারে গিয়ে শেষ হয়।

ধর্মীয় অনুষ্ঠানে ভারত-বাংলার ধর্ম প্রচারক শ্রীমৎ ধর্মতিষ্য মহাস্থবির সবাইকে সৎ পথে চলতে, বিশ্বে কারোনামুক্ত হতে, অজ্ঞানীরা যাতে জ্ঞানী হয় এবং ভগবান বুদ্ধ ও অরহৎ বনভান্তের উপদেশ ও বাণী মেলে চলার জন্য ধর্মোপদেশ দেন।

Exit mobile version