Site icon Jamuna Television

বেনাপোলে এক হুন্ডি ব্যবসায়ী আটক

বেনাপোল (যশোর) প্রতিনিধি:

বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট এলাকা থেকে ১২ হাজার ৫০০ মার্কিন ডলার ও ২০ হাজার রুপিসহ কবির উদ্দিন ভূঁইয়া (৪০) নামে এক বাংলাদেশি হুন্ডি ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি সদস্যরা।

৪৯ বিজিবির কমান্ডিং অফিসার লে. কর্নেল সেলিম রেজা জানান, ভারত থেকে একজন পাসপোর্ট যাত্রী বিপুল পরিমাণ ডলার ও রুপি নিয়ে বাংলাদেশে আসছে এমন ধরনের গোপন সংবাদ পেয়ে বিজিবি সদস্যরা চেকপোস্টে অভিযান চালিয়ে তার ব্যাগে লুকিয়ে রাখা ১২ হাজার ৫০০ মার্কিন ডলার ও ২০ হাজার রুপিসহ তাকে আটক করা হয়।

তিনি বলেন, আটককৃত পাসপোর্ট যাত্রী কবির উদ্দীন ভূঁইয়া গোপালগঞ্জ জেলার কাশিয়ানি থানার ফুকরা গ্রামের কাঞ্চন আলী খানের পুত্র। সে একজন হুন্ডি ব্যবসায়ী বলে বিজিবি জানিয়েছে।

জব্দকৃত ডলার বাংলাদেশি টাকায় ১০ লাখ ৫০ হাজার টাকা ও রুপির মূল্য ১ লক্ষ ৩৯ হাজার টাকা। আটককৃত আসামির বিরুদ্ধে মামলা দিয়ে ডলার ও রুপিসহ বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

ইউএইচ/

Exit mobile version