Site icon Jamuna Television

আবারও হোঁচট খেলো আর্সেনাল

টানা তিন ম্যাচে জয়ের পর আবারও হোঁচট খেলো আর্সেনাল। ঘরের মাঠে এবার তারা পয়েন্ট হারিয়েছে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে।

গোলশূন্য ড্র হয়েছে ম্যাচ। ম্যাচের ২০ মিনিটে অবামেয়াংয়ের শট ফিরিয়ে দলকে বিপদমুক্ত করেন ক্রিস্টাল গোলরক্ষক। বিরতির আগে জেমস টমকিন্সের নেয়া হেড ক্রসবারে প্রতিহত হলে লিড নেয়া হয়নি দলটির। টমকিন্সের নেয়া আরও একটি হেড বিপদমুক্ত করেন আর্সেনাল গোলরক্ষক বার্নড লেনো। ম্যাচের বাকি সময়ে তেমন কোন আক্রমণ তৈরি করতে পারেনি দু’দলের কেউই। ফলে ড্রয়ের হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয় আর্সেনালকে।

ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে এনিয়ে টানা পাঁচ ম্যাচে পয়েন্ট হারালো গানাররা। যার চারটি ড্র, একটিতে হার। পয়েন্ট হারিয়ে ১৮ ম্যাচ খেলে ২৪ পয়েন্ট নিয়ে টেবিলের ১১ নম্বরে আছে আর্সেনাল।

ইউএইচ/

Exit mobile version