Site icon Jamuna Television

এসএসসি ০৬ ও এইচএসসি ০৮ ব্যাচের পুনর্মিলনি ও জন্ম জয়ন্তী উদযাপন

এসএসসি ২০০৬ ও এইচএসসি ২০০৮ এর শিক্ষার্থীদের তৃতীয় পুনর্মিলনি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার নারায়ণগঞ্জের সায়রা গার্ডেনে সারা দিনব্যাপী নানা আয়োজন মুখরিত ছিল এই পুনর্মিলন অনুষ্ঠান।

সারাদেশ থেকে দুই হাজারের বেশি প্রাক্তন শিক্ষার্থী অংশ নেন তৃতীয় বারের মত এই আয়োজনে। জাতীয় সংগীতের মধ্যদিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে নাচ, গান ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সব শেষে ছিল র‍্যাফেল ড্র।

আজকের এইদিনে ফেসবুক ভিত্তিক গ্রুপ “এসএসসি ০৬ এন্ড এইচএসসি ০৮, স্টুডেন্ট অব বাংলাদেশ” এর যাত্রা শুরু হয়। গ্রুপে সদস্য রয়েছে প্রায় এক লাখ। দেশের প্রতিটি জেলা থেকেই অনুষ্ঠানে অংশ নিয়ে দিনটি স্মরণীয় করে রাখে।

স্কুল-কলেজ জীবনের হারিয়ে যাওয়া বাঁধভাঙা বন্ধুত্বের এক একটা পরিচ্ছেদকে আরেটিবার ঝালিয়ে নেয়ার সুযোগ মেলে এই আয়োজনে। বন্ধুত্বের সীমানা ছাড়িয়ে যায় দেশের সব জেলায়।

আয়োজকরা জানান, শুধু আনন্দ উল্লাসে সীমাবদ্ধ থাকে না ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা। দুস্থ মানুষের সহায়তায় ছুটে যাই দেশের বিভিন্ন প্রান্তে।

করোনায় এই ক্রান্তিকালীন এই সময়ে দেশের প্রায় ৩৬টি জেলায় এবং ২৪ জন বন্ধুকে সহায়তা করেছে। পাশাপাশি গত এক বছরে ব্লাডলিঙ্ক ০৬০৮ এর মাধ্যমে প্লাজমা ও রক্ত দান করেছেন। একইসাথে বন্যাদুর্গত এলাকায় খাদ্য সহায়তা, শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করে এ ব্যাচের শিক্ষার্থীরা।

ভবিষ্যতেও মানবিক এসব কর্মকাণ্ডে ০৬-০৮ এর শিক্ষার্থীরা মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

Exit mobile version