Site icon Jamuna Television

ইন্দোনেশিয়ায় ভয়াবহ ভূমিকম্প, নিহত কমপক্ষে ৩৫

ইন্দোনেশিয়ার সুলাভেসিতে ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্পে প্রাণ হারিয়েছেন কমপক্ষে ৩৫ জন। শুক্রবারের প্রাকৃতিক দুর্যোগে আহত হয়েছেন ৬ শতাধিক।

দেশটির দুর্যোগ প্রশমন সংস্থার বিবৃতি অনুসারে, ভোররাত ১টা নাগাদ অনুভূত হয় এই ভূমিকম্প। গভীর ঘুমে থাকায় অনেকেই চাপা পড়েন ঘরবাড়ির নীচে। তবে ২৪ ঘণ্টার মধ্যে দ্বিতীয়দফা জোরালো ভূমিকম্পের শঙ্কা রয়েছে। প্রাণভয়ে এলাকাটি ছেড়ে যাচ্ছেন হাজার-হাজার মানুষ। ভূমিকম্পের কেন্দ্রস্থল মাজেনে শহর থেকে ৬ কিলোমিটার উত্তর-পূর্বাঞ্চলে। ভূমি থেকে ১০ কিলোমিটার গভীরে ছিলো এর উৎপত্তিস্থল।

উদ্ধারকর্মীদের দেয়া প্রাথমিক তথ্য অনুসারে, মাজেনে শহরেই প্রাণ হারিয়েছেন বেশিরভাগ মানুষ। আর আহত হয়েছেন ৬৩৭ জন। ধ্বংসস্তূপে পরিণত হওয়া ঘরবাড়িতে এখনো বহু মানুষ আটকা রয়েছে। পাশের শহর মামুজু’তে মারা গেছেন বাকিরা, সেখানেও ডজনখানেক মানুষ আহত হয়েছেন।

ইন্দোনেশিয়ার ভূতাত্ত্বিক জরিপ সংস্থার প্রধান দিউইকোরিতা কারানাওয়াতি বলেন, সবচেয়ে বড় ঝুঁকি এখন আফটার শক। ভূমিকম্পের পর এখন পর্যন্ত অন্তত ৩০টি আফটার শক অনুভূত হয়েছে। আবারও যেকোনো মুহূর্তে বড় ধরনের ভূমিকম্প হতে পারে। এমনকি সুনামির শঙ্কাও রয়েছে।

ইউএইচ/

Exit mobile version